ইসলামী ব্যাংকের স্পন্সর ডিরেক্টর আবুল কাশেমের ইন্তেকাল
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর স্পন্সর ডিরেক্টর আবুল কাশেম মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ পুত্র, ৬ কন্যা, আত্বীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার সদর ঈদগাঁহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে কক্সবাজার খুরুশখুল তেতৈয়্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রয়াত আবুল কাশেম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর স্পন্সর ডাইরেক্টর ছিলেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত এ ব্যাংকের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন অবিভক্ত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম ১৯২৭ সালে কক্সবাজারের খুরুশখুলে জন্মগ্রহণ করেন।
এদিকে, আবুল কাশেমের মৃত্যুতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি।
এসকেডি/এবিএস