বাণিজ্যমেলায় কোরিয়ান হারবাল কসমেটিকসে আকর্ষণীয় ছাড়
জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দিন দিন বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা। এদিকে মেলা উপলক্ষে কোরিয়ান হারবাল কসমেটিকসের বিভিন্ন পণ্যে ছাড় দেওয়া হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) রাতে কোরিয়ান হারবাল কসমেটিকসের স্টলে গিয়ে দেখা যায়, মেলা উপলক্ষে দুটি প্যাকেজে ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ছাড় দিয়ে একটি প্যাকেজ সাত হাজার ৫৭৫ টাকা ও আরেকটি প্যাকেজ চার হাজার একশ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রত্যেকটি পণ্যে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অর্গান হেয়ার শ্যাম্পু এক হাজার ৪৯০ টাকা, অ্যালোভেরা ময়েশ্চার শুটিং জেল ৯৯০, অ্যালোভেরা ফেস ওয়াশ ৬৯০, সান ক্রিম ৮৫০, হেয়ার কালার ৬৫০, ফেস ক্রিম এক হাজার ৫০ থেকে দুই হাজার চারশ ও ফেস সিরাম এক হাজার ৫০ থেকে দুই হাজার চারশ টাকায় বিক্রি হচ্ছে।

শাহনাজ আক্তার সুরভি নামে এক ক্রেতা বলেন, বাণিজ্যমেলায় পরিবারের সঙ্গে এসেছি। কোরিয়ান হারবাল কসমেটিকসের পণ্য দেখে কার্যকরী মনে হয় আমার কাছে। তাই আমি অ্যালোভেরার একটি ফেস ওয়াশ কিনেছি। অন্য পণ্যগুলো দেখছি। আরও কিছু কসমেটিকস কিনবো ভাবছি।
স্টলটির ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, আমরা বাণিজ্যমেলায় দুটি প্যাকেজের ওপর ২৫ শতাংশ ছাড় দিচ্ছি। এছাড়া অন্য সব পণ্যের ওপর ১০ শতাংশ ছাড় দিচ্ছি। প্রতিদিন অনেক ক্রেতা-দর্শনার্থী আমাদের স্টলে আসছেন। ঢাকার আগারগাঁওয়ে যখন মেলা হতো তখন ব্যাপক সাড়া পেতাম। পূর্বাচলে সেরকম পাচ্ছি না। তবে আমরা আশাবাদী এবার ভালো বিক্রি হবে।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/আরএডি/এএসএম