ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মিরপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর মিরপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে দেশে পণ্যের একমাত্র মাননিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।

মিরপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করে ‘পাউরুটি’ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে রাজধানীর কল্যাণপুর প্রধান সড়কের ‘পুষ্টি হোম মেইড’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া ‘কেক, বিস্কুট, পাউরুটি’ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অপরদিকে, একই এলাকায় অবস্থিত তৃপ্তি নামক প্রতিষ্ঠানকে মোড়কজাতকরণ সনদ ছাড়া মুড়ি, তেজপাতা, শুকনা মরিচ, চিনাবাদাম, কালোজিরা, খাবার সোডা, ডাল ভাজা পণ্যগুলোর লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের দিন, ওজন ও দাম উল্লেখ না করায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

এনএইচ/এমএএইচ/জেআইএম