ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

কক্সবাজারে প্রাণ-এর পরিবেশক সম্মেলন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ-এর পরিবেশক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গল ও বুধবার (১৪ ও ১৫ ফেব্রুয়ারি) কক্সবাজারে একটি অভিজাত হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরিবেশক সম্মেলনে সারাদেশ থেকে প্রাণ গ্রুপের বিভিন্ন ধরনের পণ্য পরিবেশনের সঙ্গে যুক্ত শীর্ষ ৫০০ পরিবেশক অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, পরিবেশকরা ‘প্রাণ’ পরিবারের অন্যতম সদস্য। তারা প্রাণ পণ্যের বাজার সৃষ্টি ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। প্রাণ সবসময় সর্বসাধারণের প্রয়োজনীয়তা ও চাহিদার প্রেক্ষাপটে পণ্য তৈরি করে আসছে। আর সেসব পণ্য প্রাণ পরিবেশকদের মাধ্যমেই দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দিচ্ছে।

এসময় পরিবেশকরা কীভাবে আগামী দিনে ভোক্তাদের দোরগোড়ায় আরও নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দিতে পারেন সে বিষয়ে আলোকপাত করেন আহসান খান চৌধুরী।

অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবেশকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

কেএসআর/এএসএম