ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

মোহাম্মদপুরে দুই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর মোহাম্মদপুরে প্রসাধনী বিক্রিতে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠান দু’টিতে অভিযান পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টার অয়েল, আলমণ্ড অয়েল, স্যাফরন-গোটস মিল্ক সোপ, অর্গানিক সোপ, পণ্যের মোড়কে পণ্য সংক্রান্ত বাংলা ভাষায় কোনো তথ্য উল্লেখ না করা এবং পণ্যের পরিচিতি, নিট পরিমাণ, খুচরা মূল্য, উৎপাদন এবং মেয়াদউত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে রাজধানীর ধানমন্ডি সপ্তক স্কয়ারে (রাপা প্লাজার বিপরীতে) ‘রিবানা’ নামে একটি প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া স্কিন ক্রিম বিক্রয়, বিতরণ এবং পণ্যের মোড়কে মিথ্যা তথ্য উল্লেখ করার অপরাধে ‘লাভিট’ নামে অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) রিগ্যান বৈদ্য ও পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই মো. ইনজামামুল হক।

এনএইচ/এমএএইচ/এএসএম