ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

বেসিক ব্যাংকের ৭০ কোটি টাকা ঋণ

খেলাপি মামলায় ব্যবসায়ীর পাসপোর্ট জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৫ মার্চ ২০২৩

বেসিক ব্যাংক লিমিটেডের জুবিলী রোড শাখার ৬৯.৫৫ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় চট্টগ্রামের এম.আর.এফ ট্রেড হাউজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুরাদ ইব্রাহিমের পাসপোর্ট জব্দ করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। একই সঙ্গে তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. এম কামাল উদ্দিন চৌধুরী ও পরিচালক কানিজ ফারজানা রাশেদকে পরবর্তী তারিখে পাসপোর্টের কপিসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ২৮ ফেব্রুয়ারি আদালতের বিচারক মুজাহিদুল রহমান মামলার শুনানিতে এই আদেশ দেন।

বেসিক ব্যাংকের ওই মামলার নম্বর ৪২৬/২০১৮। মামলায় দাবিকৃত অর্থের পরিমাণ ৬৯ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার ২২ টাকা।

আরও পড়ুন: এমডি পাচ্ছে না বেসিক ব্যাংক! 

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার বিবাদীরা প্রায়ই কানাডা যাওয়া আসা করেন। তার স্ত্রী সন্তান কানাডায় থাকেন। অথচ তিনি ২০১০ সালে বেসিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেও ঋণের টাকা পরিশোধ করছেন না। এ নিয়ে আদালত রায় দিয়েছেন।

ইএআর/এমএইচআর/জিকেএস