ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

ব্যাংকগুলোকে নারী দিবস পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৬ মার্চ ২০২৩

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালনে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপন উপলক্ষে আয়োজিত সব কার্যক্রমে বাংলা প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’, আর ইংরেজি প্রতিপাদ্য `DigitALL: Innovation and technology for gender equality' লেখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন>> বাণিজ্য ঘাটতি এক লাখ ৪০ হাজার কোটি টাকার বেশি

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হয়।

ইএআর/ইএ/এএসএম