সিএমএসএমই খাতে ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা নির্ধারণ
ফাইল ছবি
দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা মতে— ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ২০২৪ সালের মধ্যে মোট ঋণের অন্তত ২৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে উন্নীত করতে হবে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ।
নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানের মোট ঋণ স্থিতির মধ্যে এসএমই খাতে ঋণের পরিমাণ প্রতিবছর এক শতাংশ হারে বাড়ানো অব্যাহত রাখতে হবে। আগামী ২০২৪ সালের মধ্যে মোট ঋণের অন্তত ২৫ শতাংশ এসএমই খাতে উন্নীত করতে হবে। এ খাতে বিতরণ করা ঋণের কমপক্ষে ৫০ শতাংশ কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দিতে হবে।
এছাড়া টেকসই এসএমই খাত গঠনে চলতি বছরে এ খাতের উৎপাদনশীল অংশে ৪০ শতাংশ, সেবায় ২৫ শতাংশ এবং ব্যবসা খাতে ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে।
নারী উদ্যোক্তাদের মধ্যে ১৬ শতাংশ ঋণ বিতরণ করতে হবে। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ কার্যদিবসের মধ্যে তাদের আগের বছরে ঋণ ও অগ্রিম স্থিতির ভিত্তিতে সিএমএসএমই ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টকে জানাতে হবে।
ইএআর/এমএএইচ/জেআইএম