পশুরামে ব্যাংক এশিয়ার অ্যাজেন্ট ব্যাংকিং বুথ
বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ব্যাংক এশিয়া ফেনী জেলার পশুরাম উপজেলার ধনীকুন্ডা বাংলাবাজারে এজেন্ট ব্যাংকিং বুথ চালু করেছে।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ. হোসেন সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই এজেন্ট ব্যাংকিং বুথের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং ভাইস প্রেসিডেন্ট কাজী মুরোতুজা আলী উপস্থিত ছিলেন।
এজেন্ট ব্যাংকিং হল সরাসরি নিজস্ব শাখা বা বুথ স্থাপন না করে বৈধ এজেন্ট নিয়োগের মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীর কাছে অতি সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার প্রচেষ্টা। এজেন্ট ব্যাংকের সকল আইন ও নীতিমালা অনুসরণ করে স্থানীয় গ্রাহককে নগদ অর্থ জমা ও উত্তোলন, বিল প্রদান, প্রবাসীদের পাঠানো অর্থ প্রদান, ফান্ড ট্রান্সফার ও ব্যালেন্স অনুসন্ধান সহায়তা, ডিপিএস সেবা প্রদান, ঋণদানসহ বেতন, অবসর ও অন্যান্য ভাতার মত নান সুবিধা প্রদান করবে। আঙুলের ছাপ থেকে গ্রাহক চিহ্নিত করে এজেন্ট গ্রাহককে কাঙ্খিত সেবা প্রদান করবে।
সর্বশেষ - অর্থনীতি
- ১ আইডিআরএ’র বিবেচনায় দেশের সেরা বিমা কোম্পানির তালিকায় যারা
- ২ সোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা, ভাঙলো অতীতের সব রেকর্ড
- ৩ সুতা আমদানি নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগ
- ৪ অর্থনীতির বেশিরভাগ খাতে সম্প্রসারণ হচ্ছে, তবে গতি মন্থর: এমসিসিআই
- ৫ নির্দেশনা বাতিলের দাবিতে অর্থ মন্ত্রণালয়ে বিজিএমইএ-বিকেএমইএর চিঠি