ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

ব্যাংকগুলোকে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ গভর্নরের

প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৪

শীতার্থ মানুষের পাশে দাড়ানোর জন্য বাণ্যিজিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশে ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

তিনি বলেছেন, এই শীতে যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হয় এজন্য ব্যাংকগুলোকে তার করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে বলেছি।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় জাগোনিউজকে বলেন, দেশব্যাপী শীতের প্রকোপ চলছে সামনের দিনগুলোতে এর প্রকোপ আরো বাড়বে। আমি ব্যাংকগুলোকে বলব দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চল, চর, হাওর ও নদী ভাঙন এলাকার মানুষের পাশে দাড়াতে হবে।

তিনি আরো বলেছেন, ব্যাংক হিসেবদারী পথশিশুরা যেন শীতবস্ত্রের অভাবে কষ্ট না পায় সেটিও নিশ্চিত করতে হবে।

গভর্নর জাগোনিউজের মাধ্যমে সমাজের বিত্তবানদের শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।