ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

নতুন গভর্নরের সঙ্গে ফরাস উদ্দিনের বৈঠক

প্রকাশিত: ১০:১০ এএম, ২২ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে নবনিযুক্ত গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেছেন সরকার ঘটিত তদন্ত কমিটির প্রধান সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দফতরে এ বৈঠক করেন তিনি।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে ৩০ দিন সময় নিয়েছি। এসময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। তাই তদন্তের সুবিধার্থে এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। আপনারা (সাংবাদিকরা) সহযোগিতা করুন। আমাদের জন্য ভালো হবে।

এর আগে রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ফরাস উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস এবং বুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের প্রায় ৮০০ কোটি কোটি টাকা ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ লোপাটের বিষয়টি গোপন রাখায় চাপের মধ্যে গত মঙ্গলবার পদত্যাগ করেন গভর্নর ড. আতিউর রহমান। পরে বুধবার সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে আগামী ৪ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া সরকার।

এসআই/এআরএস/এমএস