ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

লাফ্স গ্যাস বাংলাদেশের নতুন কর্পোরেট অফিস

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৪ মার্চ ২০১৬

নতুন কর্পোরেট অফিসের উদ্বোধন করেছে লাফ্স গ্যাস বাংলাদেশ। বুধবার সদ্য উদ্বোধন করা গুলশান-১ এর কর্পোরেট অফিসে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও লাফ্স গ্যাসের লক্ষ্য ও রুপরেখার কথা জানান। দেশে যে সম্ভাবনা রয়েছে সেটাকে কাজে লাগাতে পারবেন বলেই বিশ্বাস করেন এই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

লাফ্স গ্যাস বাংলাদেশ শ্রীলংকার বিখ্যাত লাফ্স হোল্ডিং লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান। পাওয়ার এবং এনার্জিতে অন্যতম বিশ্বস্ত কোম্পানি হিসেবে তারা কাজ করছেন দীর্ঘদিন ধরে। বিজ্ঞপ্তি।

এআরএস/পিআর