ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ভিসানীতির প্রভাব

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার খবরে গত সপ্তাহজুড়ে এক ধরনের আতঙ্কে ছিলেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। আতঙ্কে অনেকে লোকসানে শেয়ার বিক্রির চেষ্টা করেছেন। এতে সপ্তাহজুড়ে দরপতন হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

এমন পতনের বাজারে সবচেয়ে বেশি দাম কমেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের। বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে না চাওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি গেছে এই সাধারণ বিমা কোম্পানির দখলে।

গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৫ দশমিক ৮৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২১ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১১১ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১৩২ টাকা ৫০ পয়সা।

এ দরপতনের আগে কোম্পানিটির শেয়ার দাম অস্বাভাবিকভাবে বাড়তে দেখা যায়। গত ২৮ আগস্ট কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৯ টাকা ২০ পয়সা। এরপর থেকে কোম্পানিটির শেয়ার দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকে। দফায় দফায় বেড়ে প্রতিটি শেয়ারের দাম ১৩২ টাকা ৫০ পয়সা পর্যন্ত ওঠে। এরপর এখন কোম্পানিটির শেয়ার দাম কমতে দেখা যাচ্ছে।

শেয়ার দামে এমন উত্থান-পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০২০ সালেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। আর শেয়ার সংখ্যা ৪ কোটি। এরমধ্যে ৫২ দশমিক ৬৪ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৩০ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক শূন্য ৪ শতাংশ। এছাড়া বিদেশিদের কাছে আছে দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার।

এদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫১ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৯ কোটি ১৩ লাখ টাকা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল অগ্রণী ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ৯৭ শতাংশ। ৯ দশমিক ১৮ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৯২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৮ দশমিক ৭৬ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৩১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ২৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৭ দশমিক ৬৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭ দশমিক ৪১ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩১ শতাংশ দাম কমেছে।

এমএএস/এমকেআর/জেআইএম