ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্যমেলায় বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনে আকর্ষণীয় ছাড়

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। মেলার শুরুর দিকে ক্রেতা-দর্শনার্থীর আনাগোনা কম থাকলেও শেষের দিকে জমে উঠেছে বাণিজ্যমেলা। মেলা উপলক্ষে অন্যান্য বারের মতো এবারও বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনে চলছে আকর্ষণীয় নানা অফার। ফলে মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়ছে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিভিন্ন টেলিভিশন প্যাভিলিয়নে এমনই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ওয়ালটনের বড় এলইডি টেলিভিশন ১ লাখ ১০ হাজার টাকার পরিবর্তে ৯৯ হাজার টাকা, মাঝারি সাইজের এলইডি টেলিভিশন ৪৫ হাজার ৯৩৫ টাকার পরিবর্তে ৪৩ হাজার ৬৯৯ টাকা, ৫৯ হাজার ৯৯০ টাকার এলইডি ৫৬ হাজার ৯০৫ টাকা, বড় সাইজের এলইডি ২ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার পরিবর্তে ২ লাখ ৮৪ হাজার ৯০৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যমুনার ৩২ ইঞ্চি এইচডি টেলিভিশন মাত্র ১৩ হাজার ৫৭৫ টাকায়, ৫৫ ইঞ্চি ফোর কে টেলিভিশন ৭৯ হাজার ৮০০ টাকার পরিবর্তে ৫৫ হাজার ৮৬০ টাকা, ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন ২৩ হাজার ২০০ টাকার পরিবর্তে ১৭ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া ভিস্তা, ভিশন, মিনিস্টারসহ বিভিন্ন ব্রান্ডের টেলিভিশন ১০ থেকে ২০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে।

রায়হান হোসেন নামে এক ক্রেতা জানান, গত কয়েকদিন ধরে টেলিভিশন কেনার চিন্তা করছিলাম। পরে ভাবলাম মেলা উপলক্ষে যেহেতু টেলিভিশনে অফার চলছে তাই মেলায় চলে আসলাম।

বিল্লাল হোসেন নামে এক দর্শনার্থী জানান, প্রত্যেকটি টেলিভিশনই দেখতে অনেক সুন্দর। কোনটা রেখে যে কোনটা কিনবো কনফিউশন হয়ে গেছি। সাধ্যের মধ্যে যে টেলিভিশন কেনা যায় তাই কিনবো ভাবছি।

ওয়ালটনের ইনচার্জ রেজাউল করিম বলেন, সবসময়ের মতো এবারও আমাদের টেলিভিশনগুলো মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীর আগ্রহের বস্তুতে পরিণত হয়েছে। মেলা উপলক্ষে আমরা বিভিন্ন অফার নিয়ে হাজির হয়েছি। কোনো ক্রেতা চাইলে এখানে অর্ডার করে কাছের কোনো শোরুম থেকে পণ্য বুঝে নিতে পারবেন।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবারের মতো রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মেলার আয়োজন করা হয়। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখন থেকে প্রতি বছর এখানেই আন্তর্জাতিক বাণিজ্যমেলার আসর বসবে।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/এএসএম