রিহ্যাব ফেয়ার ২৪-২৮ ডিসেম্বর
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর শীতকালিন মেলা শুরু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার। ৫ দিনব্যাপী এই মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে আয়োজন করা হয়েছে এই মেলার।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মেলায় মোট ১৫০টি স্টল থাকবে। কো-স্পন্সর হিসেবে অংশ নেবে ১৩টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলার সমাপনী অনুষ্ঠান হবে ৩০ ডিসেম্বর।