ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সোমবার দুই কোম্পানির এজিএম

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এবং জেমিনি সী ফুড।

জানা গেছে, ২২ ডিসেম্বর চট্টগ্রামের কাটালগঞ্জ পাঁচলাইশে সিভিও পেট্রোকেমিক্যালের  কর্পোরেট অফিসে বেলা ১১টায় এবং বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডি, সাতমসজিদ রোড সেলিব্রিটি কনভেনশন সেন্টারে জেমিনি সী ফুডের এজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানি দুটির এজিএম এ সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হতে পারে।

এর আগে ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিতেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য সিভিও ৫ শতাংশ নগদ এবং জেমিনি সী ফুড ৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।