ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

সিরাজগঞ্জে আরএফএল এর এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০২ মে ২০১৬

সিরাজগঞ্জে আরএফএল’র এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই শোরুমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সাইদুর রহমান বাচ্চু।

RFL

শহরের দরগা পট্টি থানা মোড় সংলগ্ন সাগরিকা ট্রেডার্সের তত্বাবধানে এই শোরুম উদ্বোধন করা হয়।

RFL

এসময় আরএফএল’র এক্সক্লুসিভ শোরুমের সহকারী ম্যানেজার মোহাম্মদ ইমতিয়াজ, ডিভিশনাল ম্যানেজার মত্রিবুর রহমান, খবির  উদ্দিন, জোনাল ম্যানেজার মিজানুর রহমান, সাগরিকা ট্রেডার্সের স্বতাধিকারী সাধন ভৌমিক ও এই প্রতিষ্ঠানে কর্মরত এসআরগণ উপস্থিত ছিলেন।

RFL

শোরুমের সহকারী ম্যানেজার মোহাম্মদ ইমতিয়াজ জানান, সিরাজগঞ্জে আরএফএল’র সামগ্রীর প্রচুর চাহিদা আছে। এই সকল পণ্য বিভিন্ন দোকানগুলো থেকে তাদের কিনতে হয়। কিন্তু শোরুম হবার কারণে খুব সহজেই ক্রেতারা তাদের পছন্দের সামগ্রী কিনতে পারবে। শোরুম থেকে পণ্য কিনলে তারা সঠিক পণ্য ও সঠিক মূল্য পাবেন। আরএফএল সামগ্রীকে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য।

RFL

বাদল ভৌমিক/ এমএএস/এবিএস