এশিয়ান গ্রুপকে দ্রুতগতির ডাটা দেবে এয়ারটেল
দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মোবাইল অপারেটর এয়ারটেল সম্প্রতি এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে।
এশিয়ান গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিট্রজ বাংলাদেশের অন্যতম শীর্ষ গার্মেন্ট সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
আরএমজি সেক্টরে খ্যাতিমান এশিয়ান গ্রুপের যাত্রা শুরু নারায়ণগঞ্জ থেকে। বর্তমানে ১০ হাজারেরও বেশি কর্মী প্রতিষ্ঠানটিতে কাজ করছেন। এশিয়ান গ্রুপের টার্নওভার বছরে হাজার কোটি টাকা। এশিয়ান গ্রুপের রয়েছে ৬টি অঙ্গ প্রতিষ্ঠান- এশিয়ান টেলিকাস্টিং লিমিটেড [এশিয়ান টিভি], এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড, এশিয়ান ফেব্রিকস মিল লিমিটেড, এশিয়ান স্পেশালাইজড টেক্সটাইল মিলস লিমিটেড, ফাদার টেক্সটাইল মিলস লিমিটেড ও এশিয়ান ইয়ার্ন ডায়িং লিমিটেড।
এশিয়ান গ্রুপ নতুন চুক্তির আওতায় প্রাথমিকভাবে ১০০ সাবস্ক্রিপশনসহ পুরনো অপারেটর থেকে সরে এসে এয়ারটেল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলো। এরমধ্য দিয়ে প্রতিমাসে গড় রাজস্ব হবে ২ লাখ টাকা এবং ছয়মাস সময়সীমার মধ্যে এর পরিমাণ দাড়াবে ৩ লাখ টাকায়। প্রাথমিক অবস্থায় এই কাজ শুরু হবে ভয়েস ও ডাটা সেবা সুবিধা গ্রহণের মধ্য দিয়ে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. শাহ আলম ও নির্বাহী পরিচালক মো. শফিকুর রহমার এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড অব এন্টারপ্রাইজ সলিউশন জাফরী শামীম, সেলস ম্যানেজার জয়নুল আবেদীন চিশতী ও কি একাউন্ট ম্যানেজার মো. জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।