অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের আহ্বান এনবিআরের
অনলাইনে ভ্যাট রিটার্ন/ প্রতীকী ছবি
সেবাগ্রহীতা ও ব্যবসায়ীদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানায়, কাগুজে ভ্যাট রিটার্ন দাখিল করলে রিটার্নের তথ্য ভ্যাট অনলাইন সিস্টেমে কিংবা ভ্যাটদাতাদের সংরক্ষণে নাও থাকতে পারে। ভবিষ্যতে যা সমস্যা সৃষ্টি করতে পারে।
বুধবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করা অত্যন্ত সহজ। অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করুন, ঝামেলামুক্ত থাকুন।
এতে আরও বলা হয়, সব ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর এবং সার্কেল অফিসে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে ভ্যাটদাতাদের সহায়তা করা হয়। ভ্যাটদাতারা সংশ্লিষ্ট ভ্যাট অফিস থেকে প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন।
এসএম/কেএসআর/জিকেএস