জাতীয়করণ দাবি
বেসরকারি শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। তবে পুলিশের বাধার মুখে পল্টন মোড়ের দিকে চলে যান তারা।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারীরা ঘোষণা দিয়েছিলেন, বুধবার দুপুরের মধ্যে সরকারের পক্ষ থেকে দাবির ব্যাপারে কোনো ঘোষণা না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি করবেন। সেই কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা সাতদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
এএএইচ/এমএএইচ/
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান