পহেলা বৈশাখের ৭ দিন পর ভাতা পেলেন মাদরাসা শিক্ষকরা
সরকারি চাকরিজীবীরা পহেলা বৈশাখের আগেই বৈশাখী ভাতা পেয়েছেন। গত ১৪ এপ্রিল সারাদেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
অথচ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের বিভিন্ন মাদরাসায় চাকরিরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে উৎসব শেষ হওয়ার ছয় দিন পর। রোববার (২০ এপ্রিল) চেক ছাড় হয়। সোমবার (২১ এপ্রিল) শিক্ষকরা বৈশাখী ভাতার টাকা তুলতে পারছেন।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) কে এম শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের ২০২৫ সালের উৎসব ভাতা (বৈশাখী বোনাস) বাবদ চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ২০ এপ্রিল তারিখে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা ২১ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতার (বৈশাখী বোনাস) অংশ উত্তোলন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানা যায়, ২০১৬ সাল থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাচ্ছেন। বেসরকারি খাতের কিছু কিছু প্রতিষ্ঠানও বৈশাখী ভাতা দেয়।
এএএইচ/এমকেআর/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান