বিশেষ বিসিএসের জন্য পিএসসির বিধিমালা সংশোধন, প্রজ্ঞাপন জারি
ফাইল ছবি
বিশেষ বিসিএস আয়োজনের জন্য ‘বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার (২৭ মে) রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, ৪৮তম বিসিএস হবে বিশেষ বিসিএস। এ বিসিএস আয়োজনের জন্যই বিধিমালা সংশোধনের করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ জনকে চিকিৎসকের এন্ট্রি পদে (শূন্যপদে) নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজন করতে পিএসসিকে জানানো হয়েছে। এরই অংশ হিসেবে বিধিমালা সংশোধন করা হয়েছে।
এএএইচ/ইএ/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান