শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তিতে নেই নারী কোটা, ৩০ হাজার পদ উন্মুক্ত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমবারের মতো এতে কোনো নারী কোটা নেই। এবারের নিয়োগে নারীদের জন্য নির্ধারিত কোটাও থাকবে না। ফলে প্রায় ৩০ হাজার শিক্ষক পদ সবার জন্য উন্মুক্ত হবে। এতে নারী-পুরুষ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন।
সোমবার (১৬ জুন) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মো. শাহাদাত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গণবিজ্ঞপ্তির ৩ নম্বর ক্রমিকে ‘আবেদনকারীর যোগ্যতা’ অংশে নারী কোটা না রাখার কথা উল্লেখ করা হয়েছে। ৩(ঘ) ক্রমিকে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ মে ২০২৫ তারিখের স্মারক মোতাবেক কোনো নারী কোটা থাকবে না।’
বিজ্ঞপ্তির তথ্যমতে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এক লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে স্কুল ও কলেজে পদসংখ্যা ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা যায়, এনটিআরসিএর আগের পাঁচটি গণবিজ্ঞপ্তিতে নারী কোটা ছিল। শহরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ শতাংশ এবং মফস্বলের প্রতিষ্ঠানে ২০ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত রাখা হতো। ওইসব পদে নারী প্রার্থী না পেলে তা শূন্য থাকতো।
এদিকে, নারী কোটা ছাড়াই এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ায় শিক্ষক পদে ৩০ হাজার পদ সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব পদে নারী ও পুরুষরা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, আগামী ২২ জুন থেকে এ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে, যা চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। টাকা জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন থেকে। এ তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে।
একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন। এক হাজার টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসিএ এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ফি জমা না দিলে আবেদন বাতিল হবে।
বিজ্ঞাপন
শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তিতে দেখতে এখানে ক্লিক করুন
এএএইচ/এমএএইচ/এমএস
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে দায়িত্ব থেকে সরালো ঢাকা বোর্ড
- ২ প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত, বদলে যাচ্ছে আরও ৪ পদের নাম
- ৩ নটর ডেম-হলিক্রসসহ মিশনারি ৪ কলেজে একাদশে ভর্তির খুঁটিনাটি
- ৪ ৭ কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে, থাকছে সেকেন্ড টাইম
- ৫ প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব