ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের ঘোষণা বেসরকারি প্রাথমিক শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৭ জুলাই ২০২৫

দাবি না মানলে আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।

সোমবার (৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা এ ঘোষণা দেন। পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় তারা এই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষকরা বলেন, প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করতে। আমরাও সে অনুযায়ী অপেক্ষা করছি। তবে ১১টার মধ্যে যদি দাবি-দাওয়া মেনে না নেওয়া হয় তাহলে আমরা কঠোর অবস্থানে যাবো। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবো।

দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের ঘোষণা বেসরকারি প্রাথমিক শিক্ষকদের

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিকেলে অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলে তারা ‘কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না’; ‘এক দেশে দুই নীতি, চলবে না চলবে না’; ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’- এ ধরনের স্লোগান দেন। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে মিছিল নিয়ে তারা পল্টন মোড় হয়ে আবারও প্রেস ক্লাবে এসে কর্মসূচিতে অবস্থান নেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বন্ধ থাকে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, আমরা যে কারণে অপেক্ষা করছি তা হলো- আমাদের দাবি বাস্তবায়নের জন্য হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের কাছে প্রতিনিধি পাঠাবে অথবা মন্ত্রণালয় থেকে সচিব বা শিক্ষা উপদেষ্টাকে আসতে হবে। সেটাও যদি না হয়, তাহলে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলোচনার জন্য ডাকতে হবে। এর কোনোটিই না হলে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচিতে যাবো।

বিজ্ঞাপন

জাতীয়করণের দাবিতে আজ অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

এমডিএইচআর/ইএ/এএসএম

বিজ্ঞাপন