ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত, ফল প্রকাশ ২১ জুলাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৮ জুলাই ২০২৫

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয়। শুধু ঢাকার ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। আগামী ২১ জুলাই এ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান শুক্রবার দুপুর আড়াইটার দিকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, বিশেষ এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ প্রার্থী। সেই হিসাবে প্রতিটি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে প্রায় ১৪টি।

তবে কতজন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি পিএসসি। জনসংযোগ কর্মকর্তা জানান, এখনো তাদের হাতে উপস্থিতি কিংবা কেউ অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন কি না, সেই তথ্য আসেনি। কেন্দ্রগুলো থেকে তথ্য আসলে এ বিষয়ে জানানো হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে বিশেষ এ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এরমধ্যে শুক্রবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পেয়েছেন দুই ঘণ্টা। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্স বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন ছিল।

বিজ্ঞাপন

এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

ফল প্রকাশ হতে পারে ২১ জুলাই

৪৮তম বিশেষ বিসিএসের আজ অনুষ্ঠিত এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষার ফল আগামী ২১ জুলাই প্রকাশ করা হতে পারে। সম্প্রতি প্রকাশিত পিএসসি পাঁচটি বিসিএস নিয়ে যে রোডম্যাপ প্রকাশ করে, তাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পিএসসির কর্মকর্তারা জানান, রোডম্যাপ অনুযায়ী- আগামী ২১ জুলাই সোমবার ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করা হতে পারে। এমনকি ফল প্রস্তুত হয়ে গেলে এর আগেও ফল প্রকাশে সিদ্ধান্ত নিতে পারে পিএসসি।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এএএইচ/বিএ/জিকেএস

বিজ্ঞাপন