ঢাকা সিটি কলেজ
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শুক্রবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) সকালে সাপ্তাহিক ছুটির দিনেও কলেজের মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ কর্মসূচিতে অংশ নেন কলেজটির ২৫ ও ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অধ্যক্ষ নিয়ামুল হক কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতা ও কর্তৃত্ববাদী আচরণ করছেন। তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী প্রশাসনিক অনিয়মে জড়িত। আহত শিক্ষার্থীদের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষা ও ফি দেওয়াসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন বলেন, স্বঘোষিত অধ্যক্ষের স্বৈরাচারিতায় কলেজের পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। আমরা ক্লাসে ফিরতে চাই। কিন্তু তার পদত্যাগ ছাড়া তা সম্ভব নয়।
২৫ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, শুধু আমাদের না, আগের ব্যাচের শিক্ষার্থীরাও এ অভিযোগ করেছিল। কিন্তু প্রতিবার প্রশাসন চেপে গেছে। এবার আর নয়, আমরা আন্দোলন চালিয়ে যাবো। অধ্যক্ষকে সরাতেই হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলন রুখতে কলেজ প্রশাসন গেট বন্ধ করে কণ্ঠরোধের চেষ্টা করছে। তারা প্রশাসনের কোনো নোটিশ মানবেন না বলেও জানিয়ে দেন।
গত ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতিতে আহত হন মেহেদী হাসান তানিম ও অপু নামের দুই শিক্ষার্থী। এরপর থেকেই আন্দোলন জোরালো হয়। প্রায় প্রতিদিনই শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তবে এতসব ঘটনার পরও কলেজ কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না। কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য দিতেও নারাজ তারা।
বিজ্ঞাপন
এএএইচ/এমএএইচ/জিকেএস
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
- ২ পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব নাকচ, বাকবিতণ্ডা
- ৩ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশে শিক্ষা উপদেষ্টার সই, ফল মঙ্গলবার
- ৪ এমপিও শিক্ষকদের বদলি নিয়ে আইনি জটিলতা, ‘কৌশলী’ মন্ত্রণালয়
- ৫ বছরে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভিসি