মালয়েশিয়া এডুকেশন ফেয়ার উদ্বোধন, থাকছে সরাসরি ভর্তির সুযোগ

রাজধানীতে স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ারর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বনানীর হোটেল সারিনায় এ ফেয়ারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মো. সুহাদা ওথমান।
মেলায় মালয়েশিয়ার শীর্ষ ১৫টিরও বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি মালয়া (ইউএম), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (এপিইউ), ইউসিএসআই, এমএমইউ, এমএসইউ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মালয়েশিয়ার প্রতিষ্ঠান ইএমজিএস এ মেলার আয়োজন করছে। বাংলাদেশে এ মেলার আয়োজক নলেজ হাব বাংলাদেশ। শিক্ষার্থীরা এ মেলা থেকে মালয়েশিয়ার বিশ্বমানের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ছয় দিনব্যাপী এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হবে। আগামী ২৪ জুলাই পর্যন্ত এ ফেয়ার হবে। ১৮ ও ১৯ জুলাই ঢাকার বনানীর হোটেল সারিনায়, ২১ জুলাই খুলনায় হোটেল ক্যাসল সালাম এবং ২৪ জুলাই চট্টগ্রামের হোটেল দ্য পেনিনসুলাতে মেলা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নলেজ হাবের চেয়ারম্যান ও সিইও আরিফ সায়েদ বলেন, এ মেলায় আবেদনকারী শিক্ষার্থীদের জন্য ফ্রি এয়ার টিকিট, ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কারসহ বিভিন্ন উপহার থাকছে।
এএএইচ/এমআইএইচএস
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ যোগ্য প্রার্থী না থাকায় শূন্যই থেকে গেলো ৫৮৪১৫ শিক্ষক পদ
- ২ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- ৩ এমপিওভুক্তিতে জালিয়াতি, মাউশির ডিজিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
- ৪ শিক্ষক-সহপাঠীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ, এক শিক্ষার্থী বহিষ্কার
- ৫ একাদশে ভর্তির প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার আবেদন, ফল বুধবার