ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

তিতুমীরসহ সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ এএম, ২৯ জুলাই ২০২৫

রাজধানীর সরকারি তিতুমীর কলেজসহ ছয়টি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে তিনটি কলেজে অধ্যক্ষ ও তিনটি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।

তিন কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকার ধামরাই সরকারি কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইফতেকার আলী। তিনি এর আগে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে পরিসংখ্যান বিভাগে কর্মরত ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি থাকার পর সম্প্রতি ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে বদলির আদেশ হয়েছিল তার। তবে সেখানে যোগ দেওয়ার আগেই তাকে আবার ধামরাই সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলো।

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন দর্শনের অধ্যাপক বাহারুল মোহাম্মদ আবদুল বাতেন। তিনি মাউশিতে ওএসডি ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন মো. আবদুল হান্নান খন্দকার। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।

নতুন অধ্যক্ষ পেলো তিন কলেজ

সরকারি তিতুমীর কলেজে নতুন উপাধ্যক্ষ হয়েছেন তাহমিনা ইসলাম। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকল্যাণ/সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন। টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক সুব্রত কুমার সাহা।

এছাড়া মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের উপাধ্যক্ষ নিয়োগ পেয়েছেন ফকির ফারুক আহম্মেদ। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। ফারুক আহম্মেদ মাউশিতে ওএসডি ছিলেন। তার আগে তিনি মানিকগঞ্জের সাটুরিয়ার ভিকু সরকারি মেমোরিয়াল কলেজে কর্মরত ছিলেন।

এএএইচ/জেডএইচ/