শপথ নিলেন পিএসসির নতুন তিন সদস্য
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য শপথ নিয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুর ২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ হয়।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পিএসসির নতুন এ তিন সদস্যকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া তিন সদস্য হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আমজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শাহীন চৌধুরী ও সাবেক সচিব মো. মহিউদ্দিন।

শপথ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, ১৫ জন সদস্য ও সাংবিধানিক এ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিএসসি জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, পিএসসিতে ১৫ জন পূর্ণকালীন সদস্য ছিলেন। নতুন তিনজন শপথ নিয়ে যোগদান করায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জনে।
এএএইচ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান