জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে গর্ববোধ করবে: ভিসি
বক্তব্য রাখছেন ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন যে উদ্যোগগুলো নিয়েছে, তা সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গর্ববোধ করবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ-বিদেশে মানসম্পন্ন চাকরি পাওয়া অথবা উদ্যোক্তা হওয়ার মতো দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা রাখতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে সিলেবাস আন্তর্জাতিকমানের করা, স্নাতক সম্মানে আইসিটি কোর্স ও ইংরেজি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় প্রণোদনা এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া।
এসব উদ্যোগ বাস্তবায়নে দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় চুক্তি করছে বলেও জানান তিনি।
ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের গত ৩৩ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো পরীক্ষার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশনজট থেকে মুক্তি পাবে।
অধ্যাপক আমানুল্লাহ আরও বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বৃত্তির পরিমাণ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়ালেখা ও গবেষণা কাজে আত্মনিয়োগ করতে হবে।
আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন আইডিয়াল কলেজের ছাত্র-ছাত্রীরা।
এএএইচ/এমকেআর/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান