সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আজাদ, সদস্যসচিব মুবীন
সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। ছবি জাগো নিউজ
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন এ কে এম আজাদ ও সদস্যসচিব হয়েছেন মো. আব্দুল মুবীন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তেন আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (২০১৯-২২ সেশন) সর্বশেষ আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। পরবর্তীতে নির্বাচন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করার জন্য সাধারণ সভা করা হয়। সভায় উপস্থিত সদস্যের সরাসরি অংশগ্রহণে ও মতামতের ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে এ কে এম আজাদ ও সদস্যসচিব হিসেবে মো. আব্দুল মুবীনকে মনোনীত করা হয়। তাদের নেতৃত্বে একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ আংশিক কমিটি দ্রুততম সময়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবে।
এএএইচ/এমএএইচ/এএসএম