ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

দিনাজপুরে বোর্ডের ৮ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৮ আগস্ট ২০১৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- রংপুর জেলার পীরগাছা উপজেলার সদরগাঁও, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রামপুর কলেজ, নীলফামারী জেলার সদর উপজেলার নাগর দারওয়ানী স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দুহুলি এসসি হাই স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়া-বুড়ি আজিতুুল্ল্যাহ হাই স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দোলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ এবং দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর

আরও পড়ুন