নতুন করে কলেজে ভর্তি হতে পারবে ৪০০ শিক্ষার্থী : শিক্ষামন্ত্রী
ফাইল ছবি
নানা কারণে এইচএসসি পর্যায়ের ৪০০ শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি। এসব শিক্ষার্থী আগামী ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত কলেজে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে না পারার কারণ হিসেবে শিক্ষার্থীদের দারিদ্র্য, বিয়ে ও বিদেশে চাকরি খুঁজতে যাওয়াকে দায়ী করেন মন্ত্রী।
বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, সিট খালি থাকা সাপেক্ষে যেকোনো বোর্ডের যেকোনো কলেজে তারা ভর্তি হতে পারবে। এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এমইউএইচ/একে/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান