কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. রফিফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ স্থগিতাদেশের কথা জানানো হয়েছে।
আদেশে আরো জানানো হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ছাড়াও ২ বছর মেয়াদী সার্টিফিকেট ইনে মেরিন ট্রেড শিক্ষা ক্রমের ১ ও ৩রা ফেব্রুয়ারি এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ১, ২ ও ৩ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অনিবার্যকারণ দেখিয়ে স্থগিতকৃত এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।
আরএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান