কুমিল্লায় পাসের হার ৭০.১৪
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৭০ দশমিক ১৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬০০ জন শিক্ষার্থী।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর ৭০ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬০০ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে অংশ নেয় মোট ১ লাখ ৩০ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৭২ হাজার ৪২৬ জন পাস করেছে।
এ বছর ফলাফলে কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ, দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান