জিপিএ-৫ বেড়েছে অর্ধ লাখ
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে। গত বছরের চেয়ে এ বছর ৫১ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে।
বৃহস্পতিবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর পিইসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক শূন্য ৬ শতাংশ এবং পিইসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ।
এ বছর সাধারণ ও মাদ্রাসা শিক্ষাবোর্ড মিলে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল মোট ১ লাখ ৬২ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।
পিইসিতে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৯ লাখ ৯৩ হাজার ৬১৬ জন। পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন। পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন। ৬ হাজার ২৪৭টি প্রতিষ্ঠানে পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
এএসএস/জেডএ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান