যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ৭ হাজার
ফাইল ছবি
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসন পর্যায়ে গঠিত হয়েছে ভিজিলেন্স টিম। যেকোনো সমস্যাই দ্রুত সমাধানে তৎপর থাকবে বোর্ড কর্তৃপক্ষ।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা নির্বিঘ্নে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারবে বলে আমরা আশা করছি।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডের অধীনে এসএসসিতে গতবারের তুলনায় ৭ হাজার ৩শ ৮৭ জন পরীক্ষার্থী বেড়েছে। গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ৪৮ হাজার ৬৪ জন। এ বছর অংশ নিচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৪শ ৫১ পরীক্ষার্থী।
এর মধ্যে ছাত্র ৭৮ হাজার ৯শ ১৩ জন এবং ছাত্রী ৭৬ হাজার ৫শ ৩৮ জন। ২শ ৫৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র পরিদর্শনে যশোর জেলা প্রশাসনের ভিজিলেন্স টিম ছাড়াও থাকছে বোর্ডের নিজস্ব ৬টি টিম। তৎপর থাকবে পুলিশ প্রশাসনের বিশেষ টিম।
এক কথায় শিক্ষার্থীদেরকে পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ উপহার দিতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
জেলায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আযম জানান, তার স্কুলে তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার ছিটপ্ল্যান অনুযায়ী হল বন্দোবস্তসহ ভালো পরিবেশে শিক্ষার্থীরা যেন পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে।
মিলন রহমান/এফএ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও