ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

দিনাজপুর শিক্ষাবোর্ডে অনুপস্থিত ১১৬৬, বহিষ্কার ২

প্রকাশিত: ১১:২৫ এএম, ০৪ এপ্রিল ২০১৭

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয়পত্রে ১১৬৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও বহিষ্কার করা হয়েছে দুই পরীক্ষার্থীকে।

বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ৮৯ হাজার ৮৩১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করে ৮৮ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী। অনুপস্থিত রয়েছে ১১৬৬ জন পরীক্ষার্থী।

এর মধ্যে রংপুরে ২০৯ জন, গাইবান্ধায় ১৮৯ জন, নীলফামারীতে ১৪৫ জন, কুড়িগ্রামে ১২৮ জন, লালমনিরহাটে ৮৯ জন, দিনাজপুরে ২১৯ জন, ঠাকুরগাঁওয়ে ১০৪ জন ও পঞ্চগড়ে ৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

অপরদিকে, অসদুপায় অবলম্বনের দায়ে নীলফামারীতে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মানিক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এআরএ/এমএস