স্কুলব্যাগের ওজন কমাতে দ্বিতীয় দফায় প্রজ্ঞাপন জারি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাগসহ বই-খাতার ওজন দেহের ওজনের ১০ শতাংশের বেশি হবে না। এটি বাস্তবায়নে সোমবার দ্বিতীয় দফায় প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর (ডিপিই)।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ব্যাগসহ বই-খাতার ওজন তার দেহের ওজনের ১০ শতাংশের বেশি হবে না। বই-খাতা ও ব্যাগের ওজন বেশি হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসতে অমনোযোগী হয়ে পড়ছে। এতে শিশুরা পড়ালেখায় আগ্রহ হারিয়ে ফেলছে।
ডিপিইর পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক সঞ্জয় কুমার চৌধুরীর সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বই-খাতা ও ব্যাগের ওজন যাতে অধিক না হয় তা নিশ্চিত করতে হবে।
এতে বলা হয়েছে, প্রাথমিক স্তরের শিক্ষা প্রদান করে এমন বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক, এমএমসির সদস্য, শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পুনরায় বিষয়টি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ডিপিইর পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক সঞ্জয় কুমার চৌধুরী জাগো নিউজকে বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নে আমরা দুই দফায় বইয়ের বোঝা কমাতে নির্দেশনা জারি করেছি। বিষয়টিকে গুরুত্ব দিতে আজ নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে ২০১৫ সালের ডিসেম্বর মাসেও এমন নির্দেশনা দেয়া হয়েছিল। তিনি আরও বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ বিষয়ে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
এমএইচএম/জেডএ/ওআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও