মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ নম্বর কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা জেলা ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ছাত্রছাত্রী ও অভিভাবক ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, পরীক্ষার তিন মাস পূর্বে এমন সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এর আগে কখনও দ্বিতীয়বার পরীক্ষার্থীদের নম্বর কাটা হয়নি। নম্বর কাটার সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের জন্য মারাত্মক হুমকি। ৫ নম্বর কাটার সিদ্ধান্ত আমাদের মেডিকেল চান্স পাওয়ার সম্ভাবনাকে ক্ষীণ করে দিচ্ছে। আমাদের মেধার মূল্যায়ন না করতেই এটা করা হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী রায়হান চৌধুরী, তানভীর আহমেদ, সিহাব, মোহসিন হোসেন প্রমুখ।
এএস/এমআরএম/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ব্যাংকিং বিভাগ চালু
- ২ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ৩ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৪ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৫ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো