ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বাকৃবিতে পিজিডি ইন আইসিটি কোর্সে ভর্তি শুরু

প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৫ মে ২০১৫

কম্পিউটার বিজ্ঞান বিষয়ে দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক বছর মেয়াদী (৩ সেমিস্টার) ২০১৫-১৬ সেশনে পিজিডি ইন আইসিটি কোর্সের ১১তম ব্যাচের ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে।

কোর্স পরিচালক মুহাম্মদ মোস্তাগিজ বিল্লাহ বলেন, পিজিডি ইন আইসিটি কোর্সে ভর্তির জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি এবং এস.এস.সি. হতে স্নাতক পর্যন্ত সকল পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। আগামী ১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.bau.edu.bd/pgd) প্রদানকৃত আবেদন ফরম পূরণ করতে হবে। পরীক্ষার ফি বাবদ ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে (বিলার আইডি-৩৪৪) ৫০৫ টাকা জমা দিতে হবে।

আগামী ১৩ জুন ৭০ নম্বরের লিখিত পরীক্ষা সকাল ১১টায় কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদে অনুষ্ঠিত হবে। ভর্তির সময় প্রার্থীকে কোর্স ফি বাবদ এককালীন ১০ হাজার টাকা জমা দিতে হবে।

উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে কোর্সের ক্লাস নিয়মিতভাবে শুরু হবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে মোট ৫৫ জন প্রার্থীকে ওই প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়াও বিস্তারিত তথ্য ও আবেদন ফরম www.bau.edu.bd/pgd এ পাওয়া যাবে।

এসএস/এমএস