বরিশাল বোর্ডে পাসের হার ৭০.২৮ শতাংশ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ২৮। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে দশমিক ১৫ ভাগ।
গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ১৩ শতাংশ। এছাড়া গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কিছুটা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৮১৫ জন পরীক্ষার্থী। গত বছর ৭৮৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব ভট্টাচার্য্য পরীক্ষার ফল ঘোষণা করেন।
এদিকে, পাসের হারসহ সব ক্ষেত্রেই এ বছর বরিশাল বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফলাফল করেছে।
সাইফ আমীন/এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও