মাদরাসা বোর্ডে পাসের হার কমেছে
ফাইল ছবি
চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। এবার বোর্ডটিতে পাস করেছেন ৭৭.২ শতাংশ শিক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৮৮.১৯ শতাংশ। সে হিসাবে পাসের হার কমেছে ১১.১৭ শতাংশ।
রোববার প্রকাশিত মাদরাসা বোর্ডের ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
এবার মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ৯৬ হাজার ৮শ ২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ৫শ ৬১ জন।
গতবছর এ শিক্ষা বোর্ড থেকে ৮৯ হাজার ৬শ ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৯ হাজার ২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।
ফলাফলে দেখা যায়, চলতি বছর চার হাজার ৪শ ৫৯জন পরীক্ষার্থী কম পাস করেছেন।
এদিকে এবার মাদরাসা শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার এক হাজার ৮শ ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ৪শ ১৪ জন। গতবারের তুলনায় জিপিএ-৫ কমেছে ৫শ ৯৯ জন।
এসএম/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান