হলিক্রসে ৯৯ শতাংশ পাস
হলিক্রস কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫০ শতাংশ। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কলেজটি থেকে এ বছর এক হাজার ১৯৯ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
রোববার ফলাফল প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর মাত্র দুজন শিক্ষার্থী ঝরে পড়েছে। কলেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক হাজার ১৯৯ পরীক্ষার্থী অংশ নিয়ে এক হাজার ১৯৩ জন পাস করেছেন। ফেল করেছেন মাত্র ছয়জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৯৫ শিক্ষার্থী।
এবার প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ৭২০ জন, মানবিক থেকে ২০১, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭২ পরীক্ষার্থী অংশ নেন।
বিজ্ঞান বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বিভাগ থেকে ৬৪১ শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৬ এবং মানবিক বিভাগ থেকে ১৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
মানবিক বিভাগ থেকে দুজন আর ব্যবসায় বিভাগ থেকে চারজন অকৃতকার্য হয়েছেন।
এইউএ/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও