বৃত্তি পেলেন ঢাবির ৫৩০ শিক্ষার্থী
চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩০ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএএ) ।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ কমিটির আহ্বায়ক আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এ তথ্য জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের যেন পড়াশোনার ক্ষতি করে অন্য কোথাও কাজ করতে না হয় সে জন্যই এ বৃত্তি দেয়া হচ্ছে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বৃত্তিপ্রাপ্তরা প্রত্যেকে মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। তাদের চার বছরের জন্য এ বৃত্তি দেয়া হবে। তবে এ জন্য বৃত্তিপ্রাপ্তদের তিনটি শর্ত পালন করতে হয়। এগুলো হলো- নিজেদের ভাল মানুষ হতে হবে, বিশ্ববিদ্যালয় বন্ধের সময় নিজ এলাকায় সচেতনতামূলক কাজ করতে হবে এবং কর্মজীবনে প্রবেশের চার বছর পর একজন দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করতে হবে।
এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও