এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন ছাড়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন ছাড় দেয়া হয়েছে। বুধবার বেতন-ভাতাদির অর্থ ব্যাংকে জমা দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মুহম্মদ নাসির উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, মাউশির অধীনস্থ স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের মার্চের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে।
বন্টনকারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে অগ্রণী, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে, জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়েছে।
আগামী ১১ এপ্রিল সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে মার্চ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
এমএইচএম/বিএ
সর্বশেষ - শিক্ষা
- ১ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্কুলিং চান না তিতুমীর শিক্ষার্থীরা
- ২ বদলি-শোকজের মুখে প্রাথমিক শিক্ষকরা পরীক্ষায় ফিরছেন রোববার
- ৩ আলিম পরীক্ষায় শূন্যপাস ২৫ মাদরাসাকে শোকজ, হতে পারে এমপিও স্থগিত
- ৪ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় সুখবর আসছে
- ৫ গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা