প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৩ দিনব্যাপী বইমেলা
নরসিংদীর ঘোড়াশাল এবং হবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে তিন দিনব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯-২১ মে অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশাল প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের বইমেলা উদ্বোধন করেন স্কুলের ভাইস প্রিন্সিপাল শাহ মোহাম্মদ জুয়েল রেজা।

এছাড়া ২২-২৪ অনুষ্ঠিত হবিগঞ্জের প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের বইমেলা উদ্বোধন করেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার (জিএম) মঞ্জুরুল ইসলাম। বইমেলার সমাপনী দিনে সাধারণ জ্ঞানের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাসভিত্তিক শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

প্রকাশনা সংস্থা থেকে ‘লার্নিং টাইম একাডেমি’ বইমেলায় বিভিন্ন স্টল দেয়া হয়। বইমেলায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এসআর/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতি ২০ শিক্ষার্থীর গার্ডে এক শিক্ষক
- ২ জুনিয়র বৃত্তি পরীক্ষায় বসছে সাড়ে ৩ লাখ পরীক্ষার্থী
- ৩ পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ বাদ
- ৪ স্কুলে পৌঁছেছে প্রাথমিকের সাড়ে ৮ কোটি বই, অপেক্ষায় শিক্ষার্থীরা
- ৫ খসড়া অধ্যাদেশে চেয়ারম্যান মন্ত্রীর, বিচারপতির মর্যাদায় সদস্যরা