জিপিএ ৫ কেনাবেচা : শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
জিপিএ ৫ কেনাবেচা-সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে বলা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের চার সদস্য বিশিষ্ট এ কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হককে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মো. ইউনুস আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব আহমদ শামীম- আল রাজী এবং উপ-সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার একজন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং বোর্ডের একজন ব্যক্তিগত কর্মকর্তাসহ উত্তরা এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান-প্রধান জিপিএ ৫ বিক্রিতে জড়িত বলে প্রতিবেদন প্রচার করে। সেটি যাচাই করতে রোববার (১০ জুন) তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ঢাকা বোর্ড।
ঢাকা বোর্ডের এবার শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের এ কমিটি গঠন করে।
এমএইচএম/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও