প্রাথমিকে চট্টগ্রামে অনুপস্থিত সাড়ে ৬ হাজার
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন চট্টগ্রাম জেলায় ছয় হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি। ইংরেজি পরীক্ষার মধ্যদিয়ে রোববার (১৮ নভেম্বর) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই পরীক্ষা শুরু হয়।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জাগো নিউজকে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনীতে চট্টগ্রাম মহানগরের ছয় থানা ও ১৪ উপজেলা মিলে এবারের পরিক্ষার্থী সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৫৬৩ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিল এক লাখ ৪১ হাজার ৭৬ জন শিক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থী ছয় হাজার ৩৮৮ জন।
এছাড়া চট্টগ্রাম জেলায় ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ২৫ হাজার ৯৪৬ জন শিক্ষার্থী মধ্যে দুই হাজার ৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
তিনি আরও বলেন, চট্টগ্রামে মোট তিন হাজার ৬৬৬টি প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। মোট ৩৪৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আবু আজাদ/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও