বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন ছাড়
বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) অর্থ ছাড় দেয়া হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের সব স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির বেতন-ভাতার অর্থ নির্ধারিত ব্যাংকে আটটি চেকের মাধ্যমে জমা দেয়া হয়েছে। অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় এই অর্থ জমা দেয়া হয়েছে।
আগামী ১০ মার্চের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এই বেতন-ভাতার টাকা তুলতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে ফেব্রুয়ারি মাসের বেতন থেকে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের জন্য মোট ৬ শতাংশ টাকা চাঁদা হিসেবে কর্তন করা হয়েছে।
এমএইচএম/জেডএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান